বাঁচতে চাই

বাঁচতে চাই


জেবুন্নেছা জেবু 

মা ! 
মাগো ওরা স্বাধীনতার কথা বলে 
বিজয়ের গান গায়....
আমার  পেটে  ক্ষুধা পরনে কাপড় নাই 
ঘুমানোর  ঘর নাই 
এ কথা কেনো কেউ কয় না ? 

আমার বেকার জীবনে বাঁচা দায় ....
 ওরা কি জানে না মা ? 

 খোকা! 
খবরদার আর একটা কথা ও কইবি না ,
 আমার  বাপ জানের প্রাণের বিনিময়ে  এ দেশ,  আমার  মায়ের ইজ্জতের বিসর্জিত এ স্বাধীনতা । 
আমি খাই না  , চলি না , পাই  না কিনতু  ইচ্ছে  মতো কাঁদতে তো পারি ,  বলতে  পারি এটা কম কি ? 

মা ! 
থাক তোর অহংকার নিয়া.. 
 মুক্তিযোদ্ধার  সন্তান হইয়াও আজো  তুই পথে ক্যান ?  
তোর কি কোন পাওয়া  হইছে ? 
কেনো তুই কাঁদিস ? আমি  অনাহারে  মরি ক্যান? 
 কিসের লাগি তোর বাপে মরছে ? 

মা কেঁদে  কয় ..
স্বাধীনতার  বায়ান্ন বছর পর সত্তর টাকায় চাল কিনি ....
এ  দেশেরতো দোষ  নয়  সততার  অভাবে  আমরা করি গোলামী , 
তুই  যেমন আমার  কাছে দামী আর তোর কাছে আমি , 
সেই রকম দেশটারে  আমরা  নিজের মতো ভালোবাসি তাই  কাঁদি । 

খোকা বলে! 
মা  আমি কিছুই  বুঝবার চাই না 
আমি  শুধু  খাওন  চাই , 
আমি  আমার  গান গাইতে চাই
  আমি শুধু  বাঁচতে  চাই  গো  মা ! 
 আমি  শুধু  বাঁচতে চাই ...॥