নারী

নারী
শাহীন রহমান।
শোনো!আমি কিন্তু মানুষ না গো,
একটা শুধু মেয়ে,
জীবন ভরই থাকতে হলো,
পুরুষ পানে চেয়ে।।
একটা বাড়ী হলো না মোর
ঘর তো দুরের কথা,
ধরায় বৃক্ষ ধরে বেঁচে আছি
হয়ে "আলোক লতা"।।
যে দিন আমি প্রথম পরি
একটা ডুরে শাড়ী,
সে দিন আমি বুঝতে পারি
এটা বাপের বাড়ী ।।
ভর ষোলো'তে মরলো বাবা,
সরলো মাটি পা'য়ের,
এখন যেথায় বসত করি,
সেই বাড়ীটা ভায়ের।
হটাত করে একটা পুরুষ,
হলো আমার স্বামি,
এ ডাল থেকে ও ডাল গিয়ে
বসত গড়ি আমি ।।
আমার বাড়ী হলো না গো !
আমি কোকিল পাখি,
সারা জীবন চুরি চুপে
কাকের বাসায় থাকি।।
আমার কোন ঘর হলো না
একটা মেয়ে আমি'র
এখন যেথায় বসত করি
সে বাড়ীটাও স্বামির।
সব বাড়ী কেই নিজের ভাবি,
ভাবি আপন ঘর,
আপন আমার কেউ হলো না
সবাই আমার পর।।
আমার আমার করে আপন
থান পরছি সুতির  
আজ যে বাড়ী বসত করি,
সে টাও আমার পুতি'র।।
আমার বাড়ী আর হবে না 
এই ধরণী'র পর,
মাটি আমায় আপন করে,
গড়িয়ে দেবে ঘর।