বিদ্রোহী কবি নজরুল

বিদ্রোহী কবি নজরুল


মোহাম্মদ সোহেল রানা

বিদ্রোহী কবি আমাদের প্রিয় কাজী নজরুল
জাতীয় কবি চিনে নিতে মোদের হয়নি তো ভুল,
যাকে গর্ব করে মোরা বিদ্রোহী কবি যাই বলি
কবিতার ছন্দে বিদ্রোহী স্লোগানে দিয়েছেন ঝুলি।

লোকগীতি পল্লীগীতি গানে তুমি দিয়েছ তাল,
অগ্নিবীনার বাঁশির সুরের কত প্রেমিক হয়েছে মাতাল,
দুখু মিয়ার কবিতা,গল্প,উপন্যাস এখনো ছাড়িনি হাল,
যুগ-যুগ হয়ে থাকবে বাংলার সবুজের বুকে লাল।

যার কবিতায় কন্ঠে মোরা বিদ্রোহী সুর যায় তুলি,
হে প্রিয় কবি তোমার উপমা কি বলব আর গুণাবলী,
তোমার কবিতা ভাষায় রাজপথে বিদ্রোহ করে চলি
রাজপথে কেনো আজ রক্তে রক্তাক্ত হয় ধুলি।

সত্যের পথে কথা বললে এখন বুকে ফুটে গুলি,
কেনো এই অনাচার ফেলানীর লাশ কাটাতারে ঝুলি?
এসব কেনো জাতিসংঘ বিচারে নিচ্ছে না কেনো তুলি!
জেগে উঠো আবার দুই বাংলার বুকে বিদ্রোহী নজরুল।

আর দেখতে চাই না বাংলায় কবিরা লাঞ্ছিত পদতলে
হুঁশিয়ার আবারও বজ্র কন্ঠে একটি কথা গেলাম বলে,
বাংলার বুকে জায়গা হবে না নর পিশাচের দল
এক হও তরুণ সবাই হাতে হাতে রেখে সম্মুখে চল।

প্রিয় কবির জন্মদিনে জানাই বিনম্র গভীর শ্রদ্ধাঞ্জলি,
জাতীয় কবিকে মোদের সার্বজনীন বিদ্রোহী বুলি, 
যদি ভাগ্য থাকে হে কবি তোমার কবরে দিব ফুল