বৃন্তি ( ৬ পর্ব ) 

বৃন্তি ( ৬ পর্ব ) 

মালা মুখোপাধ্যায় 

সবকথা না বলে থাকা যায় না যাকে

সেই কি তবে ভালোবাসার মানুষ হবে ?

বৃন্তি বড় দোটানায়

পড়ার মাঝে মাঝে ওকে খুব ভাবায়

ওর আপনজনের চিন্তায়। 

রাস্তায় যেতে যেতে যারা তাকায়

ক্ষণিকের ভালোবাসায়

চোখের আড়ালে

মুহূর্ত ক্ষণস্থায়ী হয়।

তারে কি ভালোবাসা কয় ? 

ভয় নেই 

লজ্জা নেই 

সংকোচ নেই

আড়াল নেই

শিবুদা কি তা বোঝে ? 

উত্তাল সমুদ্রের ঢেউ 

নীল সাদা মেঘের আনাগোনা

টানা বৃষ্টি

কাঞ্চনজঙ্ঘার রুপোলি চকচকে বরফ

অভয়ারণ্যের চির সবুজ বৃক্ষরাজি

পাহাড়ে চঞ্চলা ঝর্ণা

বৃন্তি দেখে 

বৃন্তি ভাবে

শিবুদাকে যদি দেখাতে পারতাম! 

বৃন্তির মননে 

শিবুদার আগমনে

গভীর চুম্বনে

চুম্বন দিবসে

এই খবরটিই না হয়

আজ ভাইরাল হোক।