বান্দার হক

বান্দার হক
মোঃ হা‌বিবুর রহমান
জীব‌নে ঘাত প্র‌তিঘা‌তের সিঁ‌ড়িগু‌লি এক এক ক‌রে পার হ‌তে হ‌তে হয়তোবা কোন একটি বি‌শেষ মুহূ‌র্তে মানু‌ষের চৈতন্য ফে‌রে। তখন ভুল কৃতক‌র্মের জন্য আ‌ক্ষেপ হয়, অ‌ন্যের প্র‌তি জুলুম এবং অ‌বিচা‌রের তৈল‌চিত্রগু‌লি যেন এসময় একদমই তা‌দের দু'অ‌ক্ষির সম্মুখে এ‌সে আছড়ে প‌ড়ে। 
এই সময় নি‌বে‌দিত প্রা‌ণে সকল ভুলকারীরা সৃ‌ষ্টিকর্তার দরবা‌রে তা‌দের বিগত দিনগু‌লিতে করা সব ভুলগু‌লির জন্য পানাহ চে‌য়ে তওবা ক‌'রে পূণরায় ফি‌রে আস‌লেই  আল্লাহপাক নিশ্চয়ই তা‌দের ‌বিগত দি‌নের সকল ভুল- ত্রু‌টি সমূহ মাফ করে দেন। আর এমন অঙ্গীকারই তি‌নি তাঁর বান্দা‌দের প্র‌তি ক‌রেছেন। 
ত‌বে কোন নি‌র্দিষ্ট ব্য‌ক্তির প্র‌তি করা ‌কোন জুলুম কিংবা অন্যায় নি‌র্দিষ্ট ঐ ব্য‌ক্তির কা‌ছে ক্ষমা চাওয়ার ম‌াধ্য‌মেই কিন্তু সৃ‌ষ্টিকর্তা-আল্লাহপা‌কের সন্তু‌ষ্টি হা‌সিল করা সম্ভব; কারণ, বান্দার হক ভুলু‌ন্ঠিত হ‌'লে তি‌নি কখনই তা মাফ ক‌রেন না। 
ত‌বে মানুষ হি‌সে‌বে আ‌মি, আমরা, সে ও তারা কেহই কখনও কিন্তু ভুলের উ‌র্দ্ধে ন'ই।