উজান

উজান
বিপ্লব ঘোষ 
আমাদের দিন গেছে অনেক
সংসার ,সন্তান,আর যেমন হয় 
তখন তাকে ঘিরে ভিড়,পুরুষ শিকারি 
যে কোন আসরে,কবিতা পাঠে 
কারণ সে ছিল সুন্দরী
কোনো অবসর নেই আমার জন্য !
কুড়ি, কুড়ি বছরের পার 
যাপিত জীবনে কে রাখে মনে আর !
হটাত একদিন দূরভাষে 
তুমি তো সেই তুমি,কবিতা দেখেই ...
একবার ডাকো বিকেল সন্ধ্যায়
যেদিকে দুচোখ যায় 
মনে কি পড়েনি এতদিন !
হায়রে ! এখন এই ভাটার টানে
তবু যেন জোয়ার আসে
আর কত বাইব উজানে  !