বাবার প্রতি

বাবার প্রতি


        শাহারা খান
   
আজকে নাকি বাবা দিবস,
চারদিকে হচ্ছে মাতামাতি।
আমি অধম বাবা হারিয়ে,
কাঁদছি দিবস ও রাতি।

বাবা আমার প্রথম পুরুষ,
তার হাত ধরেই হাঁটতে শেখা।
বাবা আমার প্রথম শিক্ষক,
তার হাতেই প্রথম পড়ালেখা।

বাবা হলেন বটবৃক্ষের ছায়া,
আগলিয়ে রাখেন স্নেহ মমতায়।
আজীবন সংসারের ঘানি টেনে,
সকলের আবদার মেটায়।

স্বামীর কাছে রাণী না হলাম,
বাবার কাছে সব মেয়ে রাজকন্যা।
বাবা আমার আদর্শ পুরুষ,
বাবা দিয়েছে সকল কাজে প্রেরনা।

বাবার মাঝে জড়িয়ে আছে,
অদ্ভুত মায়াবী প্রকাশ।
সকল সন্তানের হৃদয়ে তাইতো,
বাবারা আজীবন করে বাস।

আমার জীবনের শ্রেষ্ট হিরো,
আমার জন্মদাতা পিতা।
তাইতো তাকে নিয়ে লিখে আমি,
আমার ভালোবাসার কবিতা।

সন্তান হয়ে পারবোনা কভু,
শোধ করতে বাবার অবদান।
মোর বাবারে জান্নাতে ঠাঁই দিও,
মিনতি জানাই ওহে রহমান।