করোনা যুদ্ধ

করোনা যুদ্ধ

সুজন দাশ
যুদ্ধ আমার হয়নি দেখা মায়ের কাছে শোনা,
বিভীষিকার দিন যেন এক কষ্ট দিয়ে বোনা!
কখন এসেই মিলিটারি,
পুড়বে বাড়ি টানবে নারী!
কার বুক যে করল খালি ভয়ের প্রমাদ গোনা।
সেই যুদ্ধের শত্রু গুলো চোখেই যেত দেখা,
বুঝাই যেত কার কপালে কিই যে আছে লেখা।
এই শত্রু যায় না চেনা,
কখন এসে মিটায় দেনা!
ধরবে যে কার টুঁটি চেপে চুপটি করে একা।
করোনা রুপ এই দানবে খায় যে রোজই লাশ,
বিশ্বব্যাপী তান্ডবে তার সবার সর্বনাশ!
ভয়ংকর এ মহামারি,
ছড়িয়ে গেছে সকল বাড়ি।
কাজ কাম হীন সবার গলে দেয় পড়িয়ে ফাঁস!
রোজই থাকি ভয়ের মাঝে এই বুঝি দেয় হানা!
ঘাতক এসে ধরল নাকি? ভয়ের মেলে ডানা।
মাস্ক পড়ে মুখটি ঢেকে,
দুরত্বটা বজায় রেখে।
আর কতকাল চলতে হবে নেই যে কারো জানা।
সুজন দাশ
3407 Winchester Avenue 
Atlantic City NJ(USA)
Phone-6097469510