অমিয় ভালোবাসা

অমিয় ভালোবাসা

তরুণকুমার পাল

সবাই আমরা পার্থিব সুখ লভ‍্যের জন্যই হন্যে হয়ে ছুটে বেড়াই-

দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে চলি উদ্দাম সুখের সন্ধানে-

তাই আবছায়া এক কল্পনার মধ্যেই এগোই সুখের অদৃশ্য নিশানায়-

সঠিক কেউ জানিনা আমরা সুখ কারে কয় ? কোথায় বা পাবো -সেই সুখ ?

ক্ষণিক সুখের তৃপ্তির অভ্যন্তরে নিমজ্জমান দিকদারি -পরক্ষনেই প্রবল ভাবে যখনই প্রকট হয়ে ওঠে -

ঠিক তখনই- হঠাৎই ডুবে যেতে হয় গহীন অন্ধকারে-

আসলে সুখ লাভের সহজ পথটা হয়তো আমরাই ঠিক জানিনা!

নয়তো জানলেও অবিশ্বাসের দম্ভে মন থেকে তা মেনে নিতেও পারি না,

কেমন করেই বা হবে সেই প্রাপ্তি ? 

কে বলে দেবে সেই সঠিক পথের ঠিকানা ? জানতে চাও কি ? তাহলে বলি একটা সৌগন্ধী কুসুম নিঃস্বার্থ ভাবে সবাইকে শুধু সুগন্ধ ছড়িয়ে দেয় ভালোবেসে, বিনিময়ে প্রত‍্যাশা করেনা সে কিছুই কারো কাছে- যদি আমরা কখনো, পরম মিত্র করে- সকল দুঃখ কষ্টগুলোকেও- ভালবাসতে শিখে যাই -হাসি মুখে, বাঞ্ছনা না রেখে ? 

তো ঘোর দুরন্ত সুখ পাখিটা- স্বেচ্ছায় উড়ে এসে বন্দী হবে,তোমার বক্ষ খাঁচায়। তোমাকে গান শোনাবে, আত্মপ্রেমে মোক্ষ লাভের গান, যে গানের প্রতিটি সুরে, ঝংকারে,অনুভূত হবে এক অসীম তৃপ্তি, 

খুঁজে পাবে অনন্য সুখের এক দিব্য আলোর ছোঁয়া,

 যা পেয়ে জুড়িয়ে যাবে -অস্থির মন প্রাণ। যার প্রভাবে দূর হবে অহং, আত্মশ্লাঘা ভাব,

বিকশিত হবে অদম্য আত্ম চৈতন্য,

তার ভেতর পুঞ্জিভূত অন্তহীন এক ঐশিক শান্তি।

যা তোমাকে দেখাবে অভূতপূর্ব এক আলোর দিশা, সে যেন এক অমিয় মুক্তির ভালোবাসা।