বৈরাগ্য

বৈরাগ্য

রাকেশ ভৌমিক 

ভেবেছিলাম একদিন সব কিছু 

ছেড়েছুড়ে বৈরাগ্য নেবো।

এই জায়গাজমি, বসতভিটা, অর্থকড়ি, 

প্রেয়সী, প্রানাধিক সন্তান---

পিতা-মাতা আর আত্মার বন্ধন থেকে

মুক্ত হয়ে শুদ্ধ হবো।

জগৎ সংসারের মায়ার জালে

আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা নিজেকে---

মোহাচ্ছন্নতার গভীর কুঁয়ো থেকে 

টেনে হিঁচড়ে বের করে 

এনে ফেলবো মুক্ত আকাশের নীচে।

ভুলে যাবো সব কিছু আত্নমগ্নতার মাঝে।

ভাবতে ভাবতে চিন্তাক্লিষ্ট, ক্লান্ত এই আমি 

বিশ্রাম নিতে যেয়ে 

কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম।

জেগে উঠে অবাক বিস্ময়ে দেখি 

চারিদিকে কিচ্ছু নেই।

চলে গেছে সবকিছু 

যা কিছু আমার ছিল।

চলে গেছে তারা ভিন্ন কোথাও,

অপ্রিয় এই আমাকে

আমার আগেই বৈরাগ্য দান করে।