বৃন্তি  ( ১০ ম পর্ব )  এক নতুন উপন্যাস 

বৃন্তি   ( ১০ ম পর্ব )   এক নতুন উপন্যাস 

মালা মুখোপাধ্যায়

চাকরি বাড়ি অফিস 

অফিস কলিগ সব সামলে ভাবছি

এবার বৃন্তি বেশ বড়ো হয়েছে

বৃন্তি বুঝতে শিখেছে

বৃন্তি ভুলতে শিখেছে

বৃন্তি ভাবতে শিখেছে

বৃন্তি দৌড়াতে শিখেছে

বৃন্তি থামতে শিখেছে

বৃন্তি শান্ত হতে শিখেছে। 

উদাসী মন উড়িয়ে চেতন

হালকা হাসিতে হালকা লেপন

বৃন্তি এগিয়ে চলেছে সামনের দিকে

কবিদের হয়ে ভাবছে বসে

এতো এতো প্রেম 

গ্যালন গ্যালন

কবিতায় তুমি আর আমি 

একটার পর একটা ঢেউ সরিয়ে 

আর কি আছে তাতে!

কয়েকটি অবশ্য যুদ্ধ আর আগুনের গোলা

সব কেমন এক ধাঁচেতে বোনা।

কবিতা লিখতে গিয়ে বৃন্তি ভাবে এক মনে বসে

সামনে দোল আকাশ কেমন নীল সাদা 

তবুও চোখে ঠেকছে আবীর রঙা

মন ক্যামেরায় এ কেমন খেলা ? 

আমি চিনতে পেরেছি  

টিয়া পাখির রঙ

গাছের পাতার রঙ

আমার মনের রঙ 

সব সবুজ। 

শিবুদার শিকল কাটা

উড়তে নেই মানা

বিদায় বেলা

মন মাতানো শব্দের আজ ছুটি। 

শিবুদা ,

তুমি উপন্যাস নও

অনুগল্পও নও

রক্তমাংসের সাধারণ মানুষ। 

আজ সব ছুটি দিয়ে

পদ্মের পাপড়ির মতো চোখ মেলে 

বৃন্তি 

নতুন করে শুরু করবে

একটি নতুন উপন্যাস।