ব্রোথেল সন্ধ‍্যা

ব্রোথেল সন্ধ‍্যা
শহিদ মিয়া বাহার
সুর্যের সৌরমন্ডল পেরিয়ে এখানে নেমে আসে একটি ব্রোথেল সন্ধ‍্যা
আবছা আলোয় চায়ের কাপ থেকে গড়িয়ে পড়ে সাপের লালার মত ফোঁটা ফোঁটা  বিষাদ 
নৈমত্তিক বেদনা
রাতের গর্ভ থেকে জন্ম নেয় আরো একটি মৃত-শ্রী পোয়াতি রাত,
কামিজ খোলা আঁধার!
একটি পাজামার রঙ্গীন ফিতে প্রতিটি ভূমিকম্প রাত্রির সাক্ষী হয়ে থাকে অবরুদ্ধ রাতের জলসায়;
কিছু কচ্ছপ মানুষ বেহায়া শিশ্নের বায়স্কোপ চোখে সভ‍্যতার লালটিপ চেটে চেটে  খায়!
শহরের নিয়ন আলোয় ঝুলে আছে ভুল থেরাপির ডিহাইড্রেশান যাযাবর রাত!
ডাস্টবিনে জন্ম নেয়া একটি বরডেল শিশু আবারও ডাস্টবিনে ফিরে যায়
টেম্পোর গতিময় হাতল টানে 
ইট ভাঙ্গারির স্তুপে স্তুপে ঝেড়ে দেয় ক্লেদ; যন্ত্রনার পাপ 
এ গলিপথ, এ দেশ, এ গ্রহ 
চুষে নেয় অস্তিত্বের জ‍ৈবিক ঠিকানা!
বেওয়ারিশ ব্রোথেল শিশু
ভাঙ্গা হাপরের কয়লার পাঁজরে উর্ধ্বশ্বাসে ছাড়ে অনাদিকালের পতঙ্গ নি:শ্বাস
ডাস্টবিন পলিথিনে সভ‍্যতা গুঁজে দিয়ে
 মানবতা ছিড়ে ছিড়ে মুছে দ‍‍্যায় 
প্রত‍্যহিক অভিশাপ 
আর ভ্রস্ট জন্মের ইতর ইতিহাস  ।