বিশ্ব কবি মঞ্চের বিজয় উৎসব

বিশ্ব কবি মঞ্চের বিজয় উৎসব

শাহারা খান 

১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ব কবি মঞ্চ যুক্তরাজ্যের উদ্যোগে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হলো রমফোর্ড রোড চাইনান রেস্টুরেন্টে।লন্ডনের বিভিন্ন অঞ্চল থেকে কবি,সাহিত্যিক,সংগীত শিল্পী,মিডিয়া ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।

আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে প্রথম পর্ব সঞ্চালনা করেন জিনিয়া রহমান।অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতিয় সংগীত পরিবেশন করা হয়।বক্তব্য রাখেন সভাপতি আবুল কালাম আজাদ ছোটন,সাধারন সম্পাদক হাফছা ইসলাম,সহ সভাপতি সাখাওয়াত খছরু,আমিন রাজা(রিলাক্স রেডিও প্রতিষ্ঠাতা,মনোয়ার মাহমুদ,আমিনুল ইসলাম,ফখরুল আম্বিয়া,জয়নুল আবেদীন রোজ,সাদিক রহমান বকুল,ফয়েজুল ইসলাম ফয়েজনুর,ব্যরিষ্টার এম বি জাকির হোসেন।বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

২য় পর্ব সঞ্চালনা করেন মাহমুদা শিরিন নিনি।এই পর্বে সংগীত পরিবেশন করেন-আমিন রেজা,ডা:রুবেল সাজিদ,নাবিল হোসেন।আবৃত্তি করেন-শাহারা খান,ফখরুল আম্বিয়া,শাম্মী খান,ফয়জুল ইসলাম,মাহমুদা শিরিন নিনি,রুমানা আনম,সিতু মিয়া,সাখাওয়াত খছরু,মনোয়ার মাহমুদ,জয়নাল আবেদীন রোজ,ফখরুল আম্বিয়া প্রমূখ।অনুষ্ঠানের শেষ পর্বে মজাদার,মুখরোচক খাবারে নৈশ্য ভোজের আয়োজন করা হয়।

     বিজয়ের ৫০ বছর পূর্তিতে বিশ্ব কবি মঞ্চ যুক্তরাজ্য শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি উপস্হিত সবাইকে মুগ্ধ করেছে।কবি মঞ্চ আরও এগিয়ে যাক।বিশ্বের যে প্রান্তে আমরা থাকি না কেন স্বাধীন জাতি হিসেবে আমরা যেন দেশের মান অক্ষুন্ন রাখি।