হাঁটি হাঁটি পা পা

হাঁটি হাঁটি পা পা

মনি জামান 

গত বছর যে মেয়েটি জন্মেছে সে আজ 

কতটা হাঁটতে শিখলো,

হাঁটি হাঁটি পা পা করে একটু একটু 

করে আগাই পৃথিবী।

মোমিকৃত সভ্যতার আঁচলে হাঁটছে 

একটা ভয়ঙ্কর প্লাবন,

ভাসাবে নিরন্তর হিসেবটা কারো জানা

নেই।

দেওয়ালটার বয়স হলো বালু সিমেন্ট 

খসে পড়েছে ঝর ঝর করে, 

কথা ও সুর করে গীতিকার, অহীর 

কিতাব কণ্ঠে তার নবুয়ত।

নিরিবিচ্ছিন্ন একটা হাসি সেঁটে আছে 

ঐ ঝুলান্ত পূর্ব পুরুষের ছবিটায়,

ইতিহাস সমাপ্তি নির্মেঘে বজ্রপাত।

এসেছে সে সঙ্গম আলিঙ্গনে জানালা 

ছুঁয়ে ঠাঁই দাঁড়িয়ে কৃষ্ণ রাত,

হঠাৎ থমকে দাঁড়ায় যেন অন্ধ চোখে পূর্ণিমা।

হাঁটি হাঁটি পা পা করে একটু একটু 

এগোই পৃথিবী,গত বছর যে মেয়েটি 

জন্মেছে সে আজ কতটা হাঁটতে শিখলো।