বৃষ্টি ভেজা মন

বৃষ্টি ভেজা মন

নুপুর  গাঙ্গুলী

বেশ তো ভালোই ছিলাম প্রখর সূর্যের কিরণে------

কিন্ত হঠাৎ সকল উষ্ণতা ধুয়ে, সকল তাপ নিংড়ে ফেলে---

কে আমাকে এক অন‍্য রূপ দিল?

আগে তো বুঝিনি বৃষ্টির ছোঁয়াতেও এতো সুখ;

যেন নব জন্ম হল আমার, নতুন সৃষ্টির উল্লাসে মন পাগলপারা।

যে সব বীজ মাটি চাপা পড়ে ছিল,তা থেকে অঙ্কুরোদগম হল।

যে সব গাছ জল বিনে প্রায় শেষ হতে চলেছিল, সে প্রাণ ভরে তৃষ্ণা মেটাল।

বৃষ্টির ছোঁয়ায় চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে--------

কোথাও আবার ফুল, ফলে পরিপূর্ণ গাছের রূপের ছটা প্রস্ফটিত হচ্ছে। 

মন টা প্রফুল্ল শিহরণ জাগায়।

আর সারাদিনে কখোনোঝিরিঝিরি, কখোনো মুষল ধারায় বৃষ্টি মন ছুঁয়ে যায়।