বসন্তের হাওয়া

বসন্তের  হাওয়া

সুপর্ণা চ‍্যাটার্জ্জী

গাছভরা কচিপাতা,

না শীত না গরম,

থেকে থেকে কোকিলের ডাক

সকাল থেকে রাত।

চমকে উঠে রাতের পাখি 

পথের উজ্জ্বল আলোয়

ভোর হয়েছে কি হয়নি 

নিজেকে প্রশ্ন করে ঠায়।

পাখির বাসায় ডিমে কে দেয় তা,

কেবল ক্ষনিকের অপেক্ষা।

লোক ঠকানোর বুদ্ধিটা যে তারই

সে কি বোঝার উপায় আছে!!

কোকিলের বদলে কাকের ছানা 

এমনটি করে একদিন 

সবার অগোচরে সে উড়ে যে পালায়।।