ভারতের সান্ত্বনার জয়

বাংলাভাষী ডেস্কঃঃ

আকাশ‌ থেকে যেন মাটিতে নেমে আসল বাংলাদেশ। ফিরিয়ে আনল ২০১৫ সাল। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ ভারতকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখেছিল তৃতীয় ম্যাচ। সেখানে উল্টো হেরেছিল ৭৭ রানে। ২০২২ সালেও বাংলাদেশে প্রথম দুই ম্যাচ জিতে আবারও ভারতকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখেছিল। কিন্তু এবারও হয়নি। এবারের অভিজ্ঞতা আরও বেশি লবণাক্ত। বাংলাদেশ হেরেছে ২২৭ রানে।

ভারতের ৮ উইকেট করা ৪০৯ রানের পাহাড় টপকাতে গিয়ে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে ৩৪ ওভারে মাত্র ১৮২ রানে অলআউট হয়ে। ২২৭ রানের ব্যবধানে ভারতের কাছে হার বাংলাদেশের সবচেয়ে বড় হার। আগের হার ছিল ২০০৩ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টিভিএস কাপ টুর্নামেন্টে ২০০ রানে।