ভালোবাসা এতোটা নিঃস্বার্থও নয়

ভালোবাসা এতোটা নিঃস্বার্থও নয়

জোছনা হক

সারাদিন ভালবাসার দুটি মানুষ এক সাথে থাকার পরও তাদের দুটি সত্তা এক হয়ে য়ায়না,দিন শেষে আলেদা।

ভালোবাসায় প্রত্যাশা থাকতে পারে,

অভিযোগ ,অভিমান থাকতে পারে ,

কিন্তু অজুহাত দেখিয়ে ছেড়ে যাবার কারণটা মারাত্মক ।

দুই মানুষ এক পৃথিবীর বাসিন্দা,

তবুও মতের অমিল হতে পারে,মনের অমিল যেনো না হয়।

এভাবে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর ভালোবাসা বেঁচে থাকে ,

একটা মিষ্টি যোদ্ধৃ শেষে আবার দুজনে একেই গৃহে।

ভালোবাসা এতোটা নিঃস্বার্থও নয়,

ভালোবাসায় অনেক কারণ থাকতে পারে,

শারীরিক সৌন্দর্য ,চলন-বলন,মেধা,ধন-ধৌলত,

স্বার্থ শেষে ভালোবাসা নিজেই নিঃসঙ্গ হয়ে যায়।

মানুষ বদলায়,সময় বদলায় ,প্রকৃত ভালোবাসা কখনো বদলাইনা।

যাকিছু নিজের অর্জন ,একান্ত নিজের ,শুধু তা সঞ্চয়,

তার জন্য প্রথমে নিজেকে ভালোবাসতে হবে।

ভালোবাসা ততক্ষণ সুন্দর যতক্ষণ স্বার্থে আঘাত না লাগে ।