ভালোবাসাই কবিতা

ভালোবাসাই কবিতা

তিথি সরকার

কবিতা লিখবো বলে 

রাতের পর রাত জেগে রই।

কবিতা লিখবো বলে 

অঝোর ধারার বৃষ্টিতে

আকুল ভিজি।

কবিতা লিখবো বলে 

ব্যাকরণের পাতায়,

নতুন করে মনোনিবেশ করি।

কবিতা লিখবো বলে 

প্রকৃতির মাঝে অকারণে 

ছুটে যাই সৌন্দর্য খোঁজার জন্যে।

কবিতা লিখবো বলে 

জ্যোস্না গায়ে মাখি,

অমাবস্যার অন্ধকারে 

বসে থাকি একা।

শুধু মাত্র একটি জীবনমুখি 

কবিতা লিখবো বলে,

প্রতিবাদে মুখর হই।

ভিখারির পাশে বসে 

অনুভুতি ধার করি

একটি কবিতা লিখবো বলে।

মধ্যরাতে ছাত্র পড়িয়ে ফেরা

শিক্ষার্থীর পিছনে পিছনে হাঁটি 

তার কষ্ট উপলব্ধির জন্য।

একটা প্রেমময় কবিতা লিখবার জন্য 

কত দিন,কত রাত ব্যায় করেছি

দম্পত্তিদের আশেপাশে,

পাপারাৎজির মতোন।

একটি সহজ সরল সকলের বোধগম্য

 কবিতা লিখবো বলে,

শব্দ গুলোকে ভেঙ্গেছি,গড়েছি কতবার,

কত অসংখ্যবার শুধু ভেবেছি।

ক্ষুধা,তৃষ্ণাকে অস্বীকার করেছি,

নিদ্রা দেবীকে অবহেলা করেছি,

যা ছিলো নিজের মাঝে 

তা অবমূল্যায়ণ করেছি।

ভিখেরির মতোন হাত পেতে থেকেছি 

শব্দের কাছে,বাক্যর কাছে,

ব্যাকরণের কাছে।

মানুষের কাছে,জীবনের কাছে,

প্রকৃতির কাছে।

ভালোবাসার কাছে।

অবশেষে,জেনেছি,

ভালোবাসা নিজেই কবিতা,

নিজেই সঙ্গীত,নিজেই নৃত্য,তা তা থৈ থৈ।

পৃথিবীতে একমাত্র ভালোবাসাই 

সকল কাব্যর সেরা কাব্য,

সকল সুরের সেরা সুর,

সকল ছন্দের সেরা ছন্দ।

ভালোবাসার পরতে পরতে 

কবিতার গুন্জন।

এসো

     আমরা

          সবাই

              ভালোবেসে 

                     কবি হই।

                          ভালোবাসার

                                        কবিতা

                                             লিখি।