রাশিয়া ইউক্রেইন দখলের পথে

রাশিয়া ইউক্রেইন দখলের পথে

চৌধুরী হাফিজ আহমদ 

রাশিয়া ইউক্রেইন দখলের পথে , সেখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ন্যাটো সহ আমেরিকা , অনেক ভাবনা চিন্তা বা হিসাব নিকেশ করেই রাশিয়া পদক্ষেপ নিয়েছে , যাহারা রাশিয়ার এই ইউক্রেইন দখল কে ৩য় বিশ্ব যুদ্ধের আলামত হিসাবে চালিয়ে নিতে চাইছেন তাহারা আদতে যুদ্ধ কি জিনিষ তা বুঝতেই পারছেন না , অথচ বর্তমানে ৩য় বিশ্ব যুদ্ধ চলমান তাহাকে পাশ কাঠিয়ে শুধু রাশিয়া কে একতরফা দোষারোপ করলে লাভ কিছুই হবেনা , বর্তমান অবস্তানে রাশিয়া একদম সঠিক পথেই আছে বলে তাহারা প্রমান দেখাচ্ছে , যদি তা সত্য হয় তা হলে আমেরিকা ও ন্যাটো আসলেই স্বার্থপর কাপুরুষ , ইউক্রেইন কে উস্কে দিয়ে ধংসের পথে নামিয়েছে , এই অবস্তার দিকে না গিয়ে ও ইউক্রেইন পারত , কিন্তু লোভে পাপ ও পাপে মৃত্যু - বর্তমান ইউক্রেইনের প্রেসিডেন্ট এক মারাত্মক দালাল , জেলেনস্কি ইউরুপের সাথে মিলে যে ষড়যন্ত্র করে যাচ্ছিল তা যদি বাস্তবে রুপ নিত তা হলে আরও মারাত্মক ক্ষতির সম্মুখিন হত বিশ্ব , তাই রাশিয়া সেই পথ বন্ধ করতেই সে পথে এগিয়েছে এবং শুধু মাত্র ইউক্রেইন কেন্দ্রিক শক্তি প্রয়োগ করছে , এবং এতে যাহাদের মাথা ব্যাথা শুরু হয়েছে তাহাদের একমাত্র ঔষধ হচ্ছে আত্ম হত্যা করা - এত দিন গনতন্ত্রের নামে শুধু মানুষ কেই বিনাশ করে চলেছিল এই গনতন্ত্রের দালাল রা , এখন রাশিয়ার এই বিশাল পদক্ষেপে পৃথিবীতে ভারসাম্যতা আসবে বলেই আমাদের ধারনা । ইউক্রেইন মুক্ত ছিলনা রাশিয়া থেকে স্বাধীনতা পেয়ে ইউরুপের সাথে সখ্যতা করে দালালী করছিল বলে যে অভিযোগ ছিল তা এখন দিবালোকের মত স্পষ্ট ।