ভালোবাসার পরিভাষা

ভালোবাসার পরিভাষা

রবিউল হাসান 

তুমি যখন ডাকো, আমি অবাক হয়ে 

আকাশ দেখি।

তারপর ছুটে চলি নিমজ্জিত ভূমিপানে।

কি অবাক ব‍্যপার!

এতোগুলো বৎসর ব‍্যবদানে

তুমি আমি মুখমুখি---

কেউ কারোপানে চোখ তুলে চাইনি!!

একটা সময় ছিলো -

যে সময়টা কোন বাঁধন মানতো না 

ছুটে চলতো অনন্তেরপানে।

জীবনে আজ স্থবিরতা, স্তব্ধতা

অনায়াসে বাসা বেঁধেছে।

হয়তো কোন স্বপ্নভঙ্গের অনাহুত

আহত কষ্টে হৃদয় ভেঙেছে।

তুমি আজ চোখের জল ফেলে 

কষ্টলাগব করতে ব‍্যস্ত

আর আমি!! 

অবাক হই!

বর্ণমালার হিজিবিজি বনের ভিতর 

মুখ লুকিয়ে, চোখ লুকিয়ে 

চুপটি করে থাকি।