ভালবাসার মানবতা

ভালবাসার মানবতা

ওয়াজিউল হক শরীফ

বিদেশি শোষণের যাঁতাকলে হাজার বছরের ইতিহাস 

যুগে যুগে নিষ্পেষিত হয়েছিল এই উপমহাদেশ

ক্ষমতার কুটকৌশলের সৃষ্টি চাটুকার বিশ্বাসঘাতক 

কত দেশপ্রেমিক সূর্যসন্তান ঝরে গেছে ওদের কুটচালে। 

ওরাই সৃষ্টি করেছিল বৈষম্য বেঈমান বিশ্বাসঘাতকতা 

মানুষের মাঝে দেশদ্রোহীতা ছড়িয়ে করেছিল ঘরছাড়া 

সম্প্রীতি বিনষ্ট করে যুগে যুগে চলছে হত্যা নির্যাতন 

রাতের আঁধারে জন্মভূমি ছেড়ে হয়েছিল দেশান্তরি। 

পৃথিবীতে মানুষের শোষণের হাতিয়ার হলো ধর্মান্ধতা 

তাইতো বৃটিশ সাম্রাজ্যের উস্কানিতে হয় দ্বিজাতিসত্ত্বা

সেদিন থেকেই সৃষ্টি হলো দাঙ্গা হাঙ্গামা ধর্মীয় বিদ্বেষ 

রাতারাতি হারিয়ে গেছে বাড়ীঘর প্রিয় জন্মভূমি। 

এভাবেই একদিন ভেঙে গেল সম্প্রীতির উপমহাদেশ

শান্তির জনপদে তৈরী হলো ধর্মভিত্তিক সমাজ রাষ্ট্র

সম্প্রীতি হারালো ধর্মান্ধতার উন্মাদনার বেড়াজালে 

ধর্মের নামে গড়ে ওঠে সংখ্যাগরিষ্ঠের দাম্ভিক ক্ষমতা।

কবির গল্প কথায় ভেসে ওঠে ভিটেমাটির ইতিহাস 

উপরের সিঁড়িতে উঠতে একদিন ভুলে যায় জন্মপরিচয়

সেখানেই হারিয়ে গেছে দেশপ্রেম সম্প্রীতির বন্ধন

এসো মানব শান্তির অন্বেষায় গড়ি ভালবাসার মানবতা।