কাঙাল মন

কাঙাল মন

বিপ্লব ঘোষ

যত দিন এগিয়ে আসছে

তত জোরে হাত,পা ছুঁড়ছি 

যাবো না ছেড়ে এই ভূমি 

কাঙালের মন, শুধু খুঁজছি ।
মেয়েকে দেখেছি কীভাবে জীবন 
অসহনীয় যন্ত্রণায় অকালে 
চোখের সামনে গেল চলে 
তবুও মন আছে মাতালে ।
নিজেকে খুবই অমানুষ মনে হয় 
যেতে কেন যে আমার আজো করে