মৃত্যুহীন ভালোবাসা

মৃত্যুহীন ভালোবাসা

মহুয়া চক্রবর্তী। 

ও চাঁদ তোমার জ্যোৎস্নার আলো 

আমার প্রিয়ার যে বড় লাগে ভালো।

তুমি আমার প্রিয়ার কাছে সদাসর্বদা থেকো

আমার প্রিয়া এখন ঘুমিয়ে আছে

তোমার জ্যোৎস্নার আলো একটু সামলে রেখো।

কাঠগোলাপের ছায়ায় শুয়ে আছে

আমার প্রিয়া গভীর নিদ্রায়।

তুমি আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থেকো

আমার প্রিয়ার সমাধির ওপর সদাই 

তোমার আলোর বর্ষণ রেখো।

প্রিয়ার পাশে আমার কবর 

আমি নিজেই রেখেছি খুরে 

আছি ঐদিনের অপেক্ষায় , আবার সেদিন দুটি মন দুটি প্রাণ মিলবে সারা আকাশ জুড়ে।

এক ফালি চাঁদ আর এক মুঠো ভালোবাসা দিয়ে আমাদের সাজিয়ে দিও,

ভালোবাসা সদাই মৃত্যুহীন তাকে সব সময় আগলে নিও।