মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন জেলেনোস্কি

বাংলাভাষী ডেস্কঃঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। প্রায় এক ঘন্টাব্যাপী বক্তব্য দেন তিনি।

এর আগে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন জেলেনস্কিকে অভ্যর্থনা জানান। সেখানে জো বাইডেনের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি বলেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনো আপস নয়।জেলেনস্কি মার্কিন সরকার এবং জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেন, প্রথমে আপনাকে ধন্যবাদ। এখানে থাকাটা অনেক সম্মানের।

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসে তার ভাষণ দেওয়ার আগে জেলেনস্কির সঙ্গে দেখা করেন।কংগ্রেসের সদস্যরা তাদের চেয়ার থেকে নেমে জেলেনস্কির জন্য করতালি দেন যখন তিনি মঞ্চে উঠেন।
জেলেনস্কি কংগ্রেসকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন এবং আমেরিকানদের ন্যায়বিচারক দেন। তিনি বলেন, আমি আশা করি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার কথা প্রতিটি আমেরিকান হৃদয়ে অনুরণিত হবে।
জেলেনস্কি বলেন, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধেও ইউক্রেন বেঁচে আছে। আমাদের কোন ভয় নেই। ইউক্রেন আক্রমণের প্রথম পর্বে জয়ী হয়েছে।আমরা জিতব কারণ আমরা ঐক্যবদ্ধ।
মার্কিন ইতিহাসে ১০০ জনেরও বেশি বিদেশী রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা কংগ্রেসে ভাষণ দিয়েছেন।
এদিকে ওয়াশিংটন নিশ্চিতকরেছে যে এটি ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রদান করবে।জেলেনস্কি মার্কিন সাহায্যের প্রশংসা করে বলেছেন, নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়াকে ইউক্রেনের অবকাঠামোতে বোমা হামলা থেকে বিরত রাখতে সাহায্য করবে।