মোহনা

মোহনা

অনিক রায়

সামান্য একটি পিঁপড়ের মৃত্যুদৃশ্য দেখলেও

হু হু করা আর্তনাদে ভ'রে ওঠে আমার সারা ঘর,

একটি ফুলের ঝ'রে পড়া দেখে 

খুব অজান্তেই ভিজে ওঠে আমার দুই চোখ, 

সুনীল পড়ার পর থেকে 

আমি মাটির বুকে সবসময় নগ্ন পা ফেলি

যাতে বুটজুতোর আঘাতে ওর ব্যাথ্যা না লাগে, 

তবে বলো না মোহনা 

আমি কি কাউকে দুঃখ দিতে পারি ? 

অথচ তোমার চোখে আমি আজন্ম অপরাধী