সুললিতা (গল্প ২য় পর্ব )

সুললিতা  (গল্প ২য় পর্ব )

আব্দুল হাকিম

ধীরে ধীরে সুললিতার মায়ায় ডুবে যাচ্ছি অতলে

এক অশরীরী কামহীন প্রেম দোহিতেছে অনলে। 

আমি শুধু ডুবে যাচ্ছি গভীর হতে আরো গভীরে

যে গভীরে ডুবলে - ফেরার কোন পথ থাকেনা তীরে। 

আজকাল সবকিছুই ! আমি ভুল করে ফেলি !

এখন যেনো ! মনহীন এক নিষ্প্রাণ দেহ নিয়ে চলি !

মনের অভাবে বিস্মরণে, এলোমেলো হয়ে যায় সব

রাতের মৌনতা ভেঙে 'কখন শুরু হয় দিবসের উৎসব !

দিনের আয়োজন শেষে, কখন ঘিরে আসে ঘনতমসা

প্রকৃতির এসব বিবর্তনের হিসাব আর হয় না কষা।

সবই যেনো ভুলে যাচ্ছি এখন মনের স্মৃতিতে

এক আত্মভোলা প্রেমিকের মত প্রেমের রীতিতে।

উনুনে বসানো ভাত এখন বারম্বার জ্বলে হয় ছাই,

ভাতপোড়া গন্ধে পড়শীর গালিও খেতে হয় নির্দিধায়।

পার হয়ে যায় সপ্তাহ - খোঁজ নেওয়া হয়না মা বাবার

কেমন আছেন তারা, কেমন চলছে আমার পরিবার।

দুপুরের গোসলটা সন্ধ্যায়, নামাজটাও যেন এলোমেলো 

আমার সেই পরিপাটি জীবনটা কেনো এমন হয়ে গেলো

এখন - টেলিফোনে কেটে যায় সারারাত নির্ঘুম,

রাতের তন্দ্রাটাও যেনো ভুলে যায় বেবালুম।

সুললিতা ! চোখের আড়াল হতে অশরীরী সুরে

আমাকে এই পৃথিবী হতে, কোথায় নিয়ে গেলে দূরে !

আমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তোমার মায়া,

কেনো মনটাকে নিয়ে গেলে, ফেলে রেখে কায়া !