নিঝুম অরণ্য

নিঝুম অরণ্য


কংকা চৌধূরী গুপ্তা 
 
নির্জন দুপুরে 
নিঝুম অরণ্যে
দাঁড়িয়ে আছে ইচ্ছেডানা
আনমনা মনে।
বলবে কথা 
শুধু নিরবে
শান্ত গাছেদের সনে
ইচ্ছে হলে
চলে এসো। 
ঘন সবুজ বনে
নিরালায় এক কোণে।
ঐযে দূরে —
পাখিটা বসে আছে 
ভাঙ্গা গাছের ডালে।
শহরের কোলাহল ছেড়ে
হাঁফিয়ে উঠা মনটা 
খোলা হাওয়ায় 
কাটাবে সময় 
একান্ত মনে।
বনের গাছে গাছে 
বাহারি রঙে 
সেজেছে ওরা 
মন মাতানো ঘ্রাণে।
নেই কোন 
হিংসা -দ্বন্দ্ব
কলহ-রেষারেষি
আর মনোমালিন্য।
ইচ্ছেডানার মনটা 
ভরে উঠে 
প্রকৃতির অনাবিল
এক  আনন্দে।
       
         কংকা চৌধুরী
            ইংল্যান্ড।