বোবা  চোখ কাটা জিহ্বা

বোবা  চোখ কাটা জিহ্বা

   শামীম আহমদ

এই রঙ বদলের দিনে 
        আলোতেই যতো ভয় 
চোখের ভাষা কেউ বুঝেনা তাই 
চোখগুলো খুলে পকেটেই রেখে দেই  !

পরম শান্তিতে ঘুমাও হে চোখ ...

আরাম,আরাম ,আহ্ কী যে আরাম ।
রেটিনায় ঝিল্লিময় অন্ধকার আরো গাঢ় যেনো হয় 
বিগব্যাঙের আরও আগে যেমন ছিলো 
নিছিদ্র এক তবক ।
অন্ধের দেশে আলোর কী দরকার ?
নিষিদ্ধ পপিফুলের রসে যখন তামাম দুনিয়া মাতাল ।

এই বাকরূদ্ধতার বনে 
জিহ্বা কেটে হাওয়ায় উড়িয়ে দিতেই
শিকারী ঈগল ছুঁ মেরে নিয়ে যায় কথার মেশিন !
এখন আর প্রয়োজন নেই কথা উৎপাদনের 
পোষা ময়নার মতো 
পৃথিবী জুড়ে শেখানো স্বর আজ রোবটের ঠোঁটে