ইচ্ছে নদীর মেয়ে

ইচ্ছে নদীর মেয়ে
পলাশ পোড়েল 
নদীর জলে পদ্ম পলাশ প্রেম 
রূপকথা আর চুপকথারা সই ,
ঢেউ - এ জল চমকে ওঠে খুব 
শান্ত তটে নেই কোন হইচই ।
নদীর সাথে অনেক কথা তখন 
অভিসারে মত্ত রঙিন মেয়ে ,
শরম ঢাকা জল থই থই ঘাট 
ভাটিয়ালি কে গেল যে শুনিয়ে ।
জ্যোৎস্না রাতে রূপালী নদী খানি 
নদী চরে হৃদয় খোলে দ্বার ,
সুরে সুরে মাতাল হয়ে ডাকে 
এই নদী -বন-ঝরণা-পাহাড় ।
আদর খাওয়া ভরা যুবতী নদী 
দুলে ওঠে দোদুল সোহাগিনী ,
এমনি তার নিত্য আনাগোনা 
পায়ে মল বাজতো রিনিঝিনি ।
একদিন হঠাৎ এল কালবৈশাখী 
সর্পাঘাতে নিভল জীবন বাতি ,
বন্যার খিদেয় ক্ষয়ে গেল মাটি 
মান্দাসে ভাসে সোনার প্রতিমাটি ।
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত