স্বপ্ন ও স্মৃতি

স্বপ্ন ও স্মৃতি
সুলতানা চৌধুরী পারু
( ইংল্যান্ড ) 
ঘড়ির কাঁটার মতো দৌড়াতে থাকে জীবন 
স্বপ্ন বুনতে বুনতে কখন যে ক্লান্ত ! কখন যে ব্যর্থ বুঝতে পাারিনা আজও ! দোষ দিবো কাকে ..
মনে পড়ে , কুয়াশা ভেজা সকালে 
ঘাসের বুকের শিশির দিয়ে হাত দুয়ে দিতে, 
বিকেলের হলুদ গোধূলি হাওয়া, রাতের জোস্নার  আলো দেখা, 
চাঁদের সাথে  দৌড়াদৌড়ি তুমি আগে যেতে পারো নাকি আমি, 
বৃষ্টি হলে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলতো কে কতো শিলা জমা রাখতে পারি !
কত কিছুই মনে পড়ে ..
ভুলতে পারিনি ভুলে থাকার বাহানা করি শুধু 
স্মৃতি করে রেখেছি হৃদয়ের মনিকোঠায় কেনও জানি ,
কবিতা ও স্বপ্ন এখন পাশাপশি হাটতে চায় না ঘুম ভেঙে যায় সেতো জানি !
চাঁদের সাথে দৌড়াতো যে মন 
শত চেষ্টা করেও হার মেনেছে আজ
তাইতো এখন হৃদয়ের বরফ গুলো আর সময়ের অপেক্ষা করে না 
একটু উষ্ণতায় তার মতো করেই দুটি আখির জলের সাথে মিশে যায় , বুঝতে দেয় না  ।