স্বপ্ন ছোঁয়ার পদ্মা সেতু

স্বপ্ন ছোঁয়ার পদ্মা সেতু

- বিকাশ সিংহ 

তুমি উন্নত শিরে দাঁড়িয়ে আছো,

খরস্রোতা প্রমত্ত পদ্মা নদীর বুকের মোহনায়, 

মিশে গেছো বাংলার লাল সবুজের পতাকায়। 

কুয়াশায় ধোঁয়াশা কেটে ধরা দিলে শিশিরের মুক্তায়।

সিন্ধু জয়ের জয়গান শুনালে পুরো দুনিয়ায়। 

তুমি বুকে ধারণ করেছো,

বাঙালি জাতির স্বপ্নজাল বোনার আকুল নিবেদন, 

প্রতীক্ষার প্রহর শেষে শুভক্ষণে তোমার উদ্বোধন। 

আশার আলো জ্বালিয়ে খুলে দিলে তোমার জানালা, 

উন্নয়নের জোয়ারে পদ্মার ঢেউ এ পাল তুলে বাংলা। 

তুমি সগর্বে লালন করছো,

পুরো বাঙালির স্বপ্ন লালন করার বাংলার অহংকার,

প্রবলা পদ্মা জয়ের নিশান উড়ানোর গর্বিত দাবিদার। 

তুমি পদ্মার চরে জেগে উঠা আরেক স্বপ্নিল বাংলাদেশ, 

তুমি গর্জে উঠে নিন্দুকেরে দেখালে নতজানু হয়না এ দেশ।

তুমি উল্লাসে বহন করিবে,

তোমার ইস্পাত কঠিন 'স্প্যানে' বাংলা এপার-ওপার,

তুমি বাঙালির স্বপ্নের বাহন, সাফল্যের অংশীদার। 

বাংলার দু'পাড়ে গড়লে সেতুবন্ধন খুলে তোমার সিংহদ্বার,

স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখালে নাম, দেখলো এবার বিশ্ব দরবার।