স্বপ্নবাজ

স্বপ্নবাজ

সুলতানা শিরীন 

রোদের গায়ে ছায়া এলে সন্ধ্যা ঘনিয়ে আসে

বকের পাতি উড়ে যায় শেষ বিকেলের ডাকে

তুমি আমি ক্লান্ত দুপুর, আলো নিভে এলে

একটি পাখি ডেকে যায় সন্ধ্যা রাগের গানে।

এখানে এক আঁচল পাতা রাত্রির ছবি আঁকা

তোমার আমার গল্প ছিল সন্ধ্যার রঙে রাঙা

আকাশ জ্বলে রাত্রির বুকে স্বপ্ন বোনে চোখ

স্বপ্নবাজের শেষ হলো যে সকল ব্যথার শোক।