সাম‍্যের সওগাত

সাম‍্যের সওগাত

সাম‍্যের সওগাত

""""শহিদ মিয়া বাহার""

জোড়া চোখে মগ্নতা মেখে কি চাও 

হে উতলা তিথির সুন্দরী চাঁদ!?

কারো কারো উঠোনে এসে বিনম্র রাখ হাত, এসে বসো নিরালায়; দুলে উঠ আলোর মঞ্জুষা বেসাতি খেয়ালে

ঠৌটের বেকসুর নীলাভ আপ‍্যায়নে রাখ 

শুনশান মোহন জোছনার বিন‍্যস্ত পয়গাম!

কিছু কিছু মানুষের সুঠাম ব‍্যালকনিতে জেগে উঠ তুমি, প্রতিরাত----

ঈদের আভায়িত কস্তুরী চাাঁদ!

কিছু কিছু মানুষের জানলার গ্রিলে 

জমে থাক তুমি, প্রতিরাত---

পূজোর লীলায়িত অপ্সরী চাাঁদ---!

অথচ কিছু কিছু শ্রান্ত-কাতর অপলক করিডোর 

কিছু কিছু নির্নিমেষ ঘর পরে রয় একা 

আজো উদযাপনে নিকষ আঁধার!

হে চাঁদ-- বিম্বিত আভার নন্দিত চাাঁদ 

দুয়ার খোল এবার

খুলে দাও আঠার কোটি আঁধারের শৃঙ্খলিত কপাট

বলে যাও এবার 

     কতশত যুগের গহ্বর পেরিয়ে

 আলোর দীপ দীপ শিখায়

তুমি বিলোবে কখন

সমান্তরাল আলোর গতি নিয়ে

সাম‍্যের সওগাত!