মুক্তির জয়গান

মুক্তির জয়গান

 

দিলরুবা ইয়াসমিন

আমি হতে চাই এই বাংলার বুকে 

বীর সাহসী এক সৈনিক। 

ইতিহাসের মহাসড়ক খুঁজে পেতে চাই। 

অচলায়তনে ঘূর্ণিপাক থামিয়ে দিয়ে বীরত্ব গাঁথা শক্তিমান হতে চাই। 

আমি থাকতে চাইনা বন্দী জীবন ঘরে 

বেরিয়ে আসতে চাই আমি এই সমাজের বুকে। 

হতে চাই আমি বেগম রোকেয়ার মতো লক্ষ কোটি নারীদের জন্য 

লড়ে যাওয়া প্রতিবাদী সাহসী এক নারী।

হতে চাই আমি মাদার তেরেসার মতো পথও শিশুদের পাশে দাড়ানো সমাজ সেবী এক নারী।

হতে চাই আমি বেগম সুফিয়া কামালের মতো সনাতন মনের 

এক নারী। 

নারী হয়েছি বলে অবলা নই 

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে

কুণ্ঠিত বোধ করিনা আমি। 

জীবনের কথা ভুলে যেতে পারি

নিজের মান কখনো বিকাবোনা।

নারী আমি সব কিছু পারি 

সময় এসেছে এবার মুক্তিকামী

মানুষের পাশে এসে দাঁড়ানোর।

সংগ্রামী কাফেলার মতো 

ছড়িয়ে দিবো মুক্তির জয়গান।