সময়ের ছলনায়

সময়ের ছলনায়

আলমগীর হোসাইন

অর্ধ যুগ পূর্বে কোন এক বসন্তের 

        কোকিল ডাকা চাঁদনি রাত্রির নীর্জনতায়

ভালোবাসার শপথে বলেছিলে সেথায় 

         দুর প্রবাস হতে যতো দিন ফিরবো না 

                পথ চেয়ে থাকবে সদায় ।।

সময় সাক্ষী তোমাকে পাবার প্রত্যাশায় 

         কর্মময় জীবনের সুকঠিন বাস্তবতার মাঝে 

সদা সেই কাঁঙ্ক্ষিত কাবার পাদদেশে বসে 

             একান্ত আপন মনে কতো কেঁদেছি ।।

একদা সময়ের ব্যবধানে দুঃসময়ের ডাক এলো

          ছেঁড়া কাগজ ভরে মহাশুন্যতা নিয়ে 

পাঠ করেছি যতই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ততই 

           জানবে না তুমি সে দুঃসহ যন্ত্রণা যে কেমন ।।

ছলনার কালিতে লিখা তোমার সেসব প্রেমো লিপি 

       একে একে পুনঃ পাঠ করে পুঁড়িয়ে ফেলেছি আমি 

অনাগত দিনে সোনালী সুখের প্রতাশা যেখানে মৃত 

          চিরতরে যেখানে পরাজিত আমি 

      হৃদয় থেকে মুছে ফেলবো তোমার সেসব স্মৃতি ।।