স্রষ্টা নবাব

স্রষ্টা নবাব

শাহীন খান

মিটিমিটি তারা গুলো জ্বলে আর নেভে

আমি শুধু দিশেহারা এই ভেবে ভেবে!

খুঁটিহীন কী ভাবে আকাশ দাঁড়িয়ে রয়

কী ভাবে দরিয়াতে জোয়ার ও ভাটা হয়।

কী ভাবে ঋতুরা দুমাসে বদলায়

প্রশ্ন যতো আছে হৃদয়ে দোল খায়!

জোনাকিরা কি ভাবে নেভে আর জ্বলে

চাঁদ মামা উঁকি মেরে সুখ কথা বলে।

কোথা থেকে এসেছি যাবো কোথা চলে

পিপিলিকা কি ভাবে চলে দলেদলে।

বুক মাঝে কোন ছড়া কবি হয়ে লেখে

কার লাগি মন আমার নানা কথা শেখে।

সব গুলোর প্রশ্নের দিই আমি জবাব

তিনিইতো রহমান স্রষ্টা নবাব।

তার ইশারায় চলে দুনিয়াদারি

তার হুকুমে যাবো জগৎ ছাড়ি।