সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বাংলাভাষ‌ী ডেস্ক::

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় সিন্ডিকেটের ৪০তম সভাটি অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। রেজিস্ট্রার ও সিন্ডকেটের সচিব মো. বদরুল ইসলাম শোয়েব এ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন এবং সঞ্চালনা করেন।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আসাদ-উদ-দুলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ইমরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন এনডিসি, শিক্ষা মন্ত্রণালয়ের আরেক অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এ ক এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদশ প্রাণি গবষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটালজি বিভাগর প্রফসর ডাঃ মাঃ জামাল উদ্দিন ভূঞা।

৪০তম সিন্ডিকেট অধিবশনে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য সিন্ডিকেটকে অবহিত করা হয়। সিন্ডিকেট সভা শুরুর আগে সিন্ডিকেটের সদস্যবৃন্দ প্রশাসন ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে, বরেণ্য কৃষিবিদ ও সিকৃবির সিন্ডিকেট সদস্য প্রফসর ড. শামসুল আলম এবং ইমরিটাস প্রফসর ড. এম. এ. সাত্তার মন্ডলের মর্যাদাপূর্ণ একুেশ পদক প্রাপ্তিত সংবর্ধনা দিয়েছে সিলট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিকাল ৪টায় ভেটকরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।