সিলেট মহানগর বিএনপির কাউন্সিল ৪ মার্চ

বাংলাভাষী ডেস্ক :

সিলেট মহানগর বিএনপির কাউন্সিল আগামী ৪ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর দরগাগেট এলাকার শহিদ সোলেমান হলে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় এ ঘোষণা দিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিলেট বিএনপি। বিএনপির রাজনীতিতে সারা দেশের মধ্যে সিলেট বিএনপি মডেল সংগঠন হিসেবে বিবেচিত হয়ে আসছে। গণতন্ত্র পুনরায় উদ্ধার ও ১০ দফা দাবি আদায়ের জন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। এই সংগ্রামের মধ্যে আগামী ৪ মার্চ মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই আলোকে আপনারা প্রস্তুতি নিন। ঐক্যবদ্ধ আন্দোলনেই গণতন্ত্র মুক্তি পাবে।

মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি।