মানুষের সাধের পৃথিবী

মানুষের সাধের পৃথিবী

গোলাম কবির

  ফুল ফোটে,

  ফুল ঝরে পড়ে। 

  মানুষের ভালবাসাও একসময় শীর্ষে থাকে,

  কখনো এমন একদিনও আসে

  যখন ভালবাসা মরে যায় 

  অবহেলায়, পরিচর্যার অভাবে। 

  এমন একদিন আসে

  যখন মানুষ সবকিছু থেকে একা হয়ে যায়,

  ঘরভর্তি আনন্দের সংসার ও একদিন 

  কেমন অচেনা বিরানভূমির মতো মনে হয় ! 

  আবার নতুন করে জেগে ওঠা 

  কোনো চরের বুকেও

  ধীরেধীরে সবুজ বৃক্ষরাজি গজিয়ে ওঠে,

  নতুন করে প্রাণের সঞ্চার হয় 

  আবার একদিন প্রকাণ্ড ঘুর্ণিঝড় কিংবা 

  জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে  

  ভয়াল শূন্যতা নেমে আসে,

  তারপরও জীবন থেমে থাকেনা মানুষের!

  মানুষ আবার গড়ে তোলে

  তার সাধের সংসার 

  পৃথিবীর বুকে একবুক আশা নিয়ে।