সুললিতা ( ৬ ষষ্ঠ পর্ব ) 

সুললিতা ( ৬ ষষ্ঠ পর্ব ) 

আব্দুল হাকিম

রাতের অন্ধকারের আঁচলে ঘোমটা দেওয়া তোমার পরিমল মুখ, 

শুক্লা চাঁদের মত দীপ্তি হেরি ' আমি আক্রোশে হয়েছি উন্মুখ।

সুললিতা! তোমার হৃদয়ে দেখেছি অবারিত সবুজ তরুর সুষমা

কত ফুল - ফলে, সৌরভে পূর্ণথলে ; অনিন্দ্য সুচারু বসুমা -

অজস্র নক্ষত্রের তিলক, তোমারই কপল গগনে দীপ্তিমান

প্রত্যহ কাকডাকা ভোরে দেখেছি তব চরণে সূর্যের আহ্বান। 

ঋতুর আয়োজন তোমার রূপ যৌবন করেছে ঢের বিচিত্রময়

এ অনিন্দ্য যৌবন প্রাণভরে করিতে গ্রহণ ব্যর্থ আমাদের হৃদয়।

সুললিতা! তোমাকে চিরতরে পেতে যদি মৃত্যুকে করা যেতো জয়

তবে সে জয়ের সাধনে চিরদিন তব যৌবনে করিতাম আমাকে ক্ষয়।