মানবতা

মানবতা

রাজেশ কবিরাজ

কে ভালো কে খারাপ দেখতে চাইনা আমি

আমার কাছে সব থেকে মানুষ আগে দামি।

কি হবে দেখে আমাদের, কে ভালো কে খারাপ

মানুষকে ঘৃণা করে তুমি করছো না কি মহাপাপ ?

হিংসায় ভরে গেছে দুনিয়া মানুষ আজ পশুর সমান,

মানুষের মধ্যে নেই আর সেই ভালোবাসা রক্তের টান।

যুগে যুগে কত কবি গেয়ে গেল মানবতার জয়গান,

সেসব গান শুনে তোমাদের কি কেঁদে ওঠে না প্রাণ ?

পড়েছি -'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'

এই সহজ- সরল কথাটি এখন কোথায় গেল ভাই ?

যাকে তুমি আজ করছো অপমান, দিচ্ছ নিত্য বদনাম,

মনে রেখ একদিন তোমার দিতে হবে তার দাম ।

চেয়ে দেখ ওই মানুষের মাঝে বসে আছেন ভগবান,

সবার আগে তাই তুমি ওই মানুষের করো সম্মান।

দুদিনের এই নাট্যমঞ্চে অতি ছোট্ট আমাদের প্রাণ,

কে ভালো কে খারাপ কথায় দিওনা তুমি কান।

বিচার যিনি করবেন আমাদের তিনি বসে আছেন ওপারে,

আমাদের কাজ করে যাব আমরা একে অপরের তরে। 

এসো সবাই মিলে একসাথে করি সবার জন্য কাজ,

আমরা সবাই থাকলে মিশে বদলে যাবে এই সমাজ।