সিংহাসনে বসলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

সিংহাসনে বসলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

নূরজাহান শিল্পী 

রাজ্যাভিষেকের শপথ নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শপথ গ্রহণের পর তাঁকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন।

একইসঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও। রাজা সিংহাসনে বসার পর রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়।

যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে শনিবার তিনি শপথ নেন। ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

তিনি ব্রিটেনে পালিত একাধিক বিশ্বাসকে স্বীকার করে বলেছেন, চার্চ অফ ইংল্যান্ড এমন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবে যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে। এরপর তিনি রাজ্যাভিষেকের শপথ পরিচালনা করেন।