হিরন্ময় যমজ

হিরন্ময় যমজ

হাসান ফরিদ

কবিতাহীনতায়--কবির হয় না বসবাস;

আকাশ জায়নামাজ--সারাক্ষণ খুলে রাখে ছয় আঙুলের সুসম ভাঁজ।

নদী শেওলা সবুজ আঁচল উড়িয়ে;

স্বপ্নের চৌহদ্দিশুদ্ধ ঘুরিয়ে ঘুরিয়ে--তুলে আনে--এক জোড়া বালিহাঁস, এক মলাট মোহনা আর একমুঠো নরম ঘাস;

এটাই কবির কাজ--দিন-দুপুরেই হা করে রাখা

শব্দের দেরাজ।

হাওরের স্লুইসগেট খুলে; অবাধ যৌবন ফোলা ফুলে--জলবধূ ডুবসাঁতার দেয়।

আঁটসাঁট স্তনের টানটান বাঁধন; মুহূর্তেক মুক্তক ছন্দের বলিহারি ঢেউ ভাঙা ঢেউ--কাব্যের গয়না নায়ে, অমিত্রাক্ষর অরিত্র পয়ার ধারণ; ভাঙনভোঙন মূর্তিমান গারো গড়ন--এক হিরন্ময় যমজ কেউ; 

অপেক্ষমান গদ্য-পদ্যের এক মিশ্রমাধ্যম

উত্তরাধুনিক উদরেই বেড়ে ওঠে; 

এবং নিঃশব্দে নিঃশ্বাস নেয়।