হাশর 

হাশর 

গোলাম কিবরিয়া ( শরীফ) 

কোন এক সন্ধ্যায় -

দিগন্তের স্বপ্ন ঘেরা নীলে, 

নিকষ কালোর আভাস.... 

ঝাপসা আলোয় ঝিঁ ঝিঁ পোকার - 

একঘেয়ে ডাক। 

পড়ে আছে নিথর দেহ। 

মাটির দেয়াল -

নিশ্চিন্ত পথিক, নির্জনে ঘুমাও। 

আবার ও ভোর হবে...... 

 হঠাৎ ইস্রাফিলের শিংগায় -

মৃদু আওয়াজ। 

নতুন আলোয় আলোকিত নাভি -

ছুটছে নাভিশ্বাসে। 

উত্তপ্ত প্রাচীর - উত্তাপে ফাটে। 

হিসেব দাও, 

এবার হিসেব দাও।