চলে গেলেন ফ্যাশন দুনিয়ার মুকুটহীন রাজা জর্জি আরমানি

নূরজাহান শিল্পী
ইতালির কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার ও ‘আরমানি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি ৯১ বছর বয়সে ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন। আধুনিক স্টাইল ও অভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত আরমানি ফ্যাশন দুনিয়ার মুকুটহীন রাজা নামে খ্যাত ছিলেন। চলতি বছরের জুনে স্বাস্থ্যজনিত কারণে মিলান মেন’স ফ্যাশন উইকের শো থেকে সরে দাঁড়ানো তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো র্যাম্পে অনুষ্ঠান মিস করার ঘটনা।
‘রে জর্জিও’ হিসেবে পরিচিত আরমানি নিজেই প্রতিটি কালেকশন ও ব্যবসার সব দিক তদারকি করতেন—বিজ্ঞাপন, মডেলদের স্টাইলিংসহ। তার প্রতিষ্ঠিত ‘আরমানি’ কোম্পানি শুধু ফ্যাশনেই সীমাবদ্ধ নয়; বিউটি, মিউজিক, স্পোর্টস ও বিলাসবহুল হোটেলসহ নানা ক্ষেত্রে বিস্তৃত। ব্যবসায়ী হিসেবে তিনি কোম্পানিকে বছরে দুই বিলিয়ন পাউন্ডের বেশি আয় করার সক্ষমতা দিয়েছেন