মোনাজাত
চৈতী জান্নাত
কে তুমি বসে রও, সমস্ত সমর্পণের সম্মুখে
হে দয়াময়,
কার রূপে হাজিরা দাও নিত্য মোনাজাতের ওপাশে
স্পষ্টই দেখি—
তবু কেন দ্বিধা, সেই তুমিমুখ নাকি তুমিই সেই রূপ
মাগরিবের ওয়াক্তে পবিত্র জায়নামাজে কে তুমি
গাঢ় নিস্তব্ধতায়?
সেজদাহে এই কপাল— কার পা'খানি স্পর্শ করে ?
বড় চেনা যে মনে হয়!
কার পায়ে লুটিয়ে পড়ছি আল্লাহুআকবার বলে?
রুকুতে বাঁধি যে আত্মা দু'হাতে
তিন বাচনে তোমার পবিত্রতার প্রশংসায়—
কাকে বসিয়ে রেখেছ সেথায়?
কোন মুখ সেই পূণ্য পবিত্রতায় মিশে যে একাকার!
সকাল সন্ধ্যা আগরবাতির ঘ্রাণে মৃত্যু ভাবনা....
কোন সে মুখের মায়া দেয় মরণ যন্ত্রণা,
সে কি তুমি?
নাজাত পেতে এত এত কান্না মোনাজাতের অছিলায়—
দয়াময়, তোমার হাত কই, চোখ কেন ছোঁয় না?
ছোঁয় না তো সেও! নাজাত কেন এত দূরে?
সহীহ্ আমলে সংসার জায়েজে—
মন কেন রাখলে না একাগ্রতায়
তোমার নামের মোনাজাতে কেন হয় একাকার সব?
কোন আরাধনা, কার সন্তুষ্টি চায়ছে এ মন?
বোঝাও প্রভু রেখে ক্ষমায়!


