কালো বরফে পিচ্ছিল হয়ে খাদে পড়ল স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

কালো বরফে পিচ্ছিল হয়ে খাদে পড়ল স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

নূরজাহান শিল্পী 

ইংল্যান্ডের কেন্ট কাউন্টিতে স্কুলশিক্ষার্থী বহনকারী একটি বাস কালো বরফে পিচ্ছিল হয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। মঙ্গলবার সকাল প্রায় ৮টার দিকে অ্যাশফোর্ডের চিলমিংটন গ্রিন এলাকায় A28 সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কেন্ট পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, ঠান্ডাজনিত কালো বরফের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হয়নি।
বাসটি স্টেজকোচ কোম্পানির একটি স্কুলবাস ছিল এবং এটি টেন্টারডেনের হোমউড স্কুলের উদ্দেশে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তাগুলোতে বলা হয়, দুর্ঘটনার সময় বাসটিতে অনেক স্কুলশিক্ষার্থী উপস্থিত ছিল।
কেন্ট ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ঘটনাস্থলে তিনটি ফায়ার ইঞ্জিন পাঠায়। এক বিবৃতিতে তারা জানায়, শীতকালে রাস্তায় কালো বরফ তৈরি হতে পারে, তাই চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে, হঠাৎ ব্রেক না করতে এবং সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে আহ্বান জানানো হচ্ছে।
স্টেজকোচ সাউথ ইস্টের ব্যবস্থাপনা পরিচালক জোয়েল মিচেল জানান, দুর্ঘটনাটি নিয়ে পর্যালোচনা চলছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে। তিনি বলেন, “আমাদের চালক অত্যন্ত শান্ত ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। কঠিন এই মুহূর্তে সব যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করায় তার ভূমিকার জন্য আমি কৃতজ্ঞ।”
পুলিশ জানিয়েছে, বাসটি উদ্ধার কার্যক্রম শেষে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে।