দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭১ জন
বাংলাভাষী ডেস্ক
দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ ১৭১ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পর্যন্ত এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের থেকে ২০ টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০ টি ককটেল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান।


