আগামী ২১ নভেম্বর বিকেলে বিপিএলের নিলাম

আগামী ২১ নভেম্বর বিকেলে বিপিএলের নিলাম


বাংলাভাষী ডেস্ক


আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন আসরটি সামনে রেখে ১৭ নভেম্বর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পিছিয়ে গেল নিলামের তারিখ। আগামী ২১ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে এবারের আসরের নিলাম।


বিসিবির একটি বিশ্বস্ত সুত্র  বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত বিদেশি খেলোয়াড়দের তালিকা তৈরির পর ফ্র্যাঞ্চাইজিগুলোকে যাচাই-বাছাইয়ের সময় দিতে পেছানো হচ্ছে নিলামের দিনক্ষণ।

বিসিবির ওই সুত্র জানিয়েছে, ‘বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া রোববার থেকে শুরু হয়েছে। আগামী সাতদিনে নিবন্ধন সম্পন্ন করবেন আগ্রহী বিদেশি ক্রিকেটাররা। সে অনুযায়ী ১৬ তারিখ শেষ হবে নিবন্ধন। পরের দুদিনের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী তালিকা করা হবে। এরপর সেই তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেয়া হবে। দলগুলোর পরিকল্পনা করার জন্য সময় দুই থেকে তিনদিন সময় প্রয়োজন। এই জন্যই ২১ তারিখ বিকেলে করে দেয়া হয়েছে।’

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। পরে ২০১৫ সালের আসর থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। তবে এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি মেনে নিয়ে আসন্ন বিপিএলের আগে নিলাম আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় আমলে নিয়ে বিপিএলের আসন্ন আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অংশ নেবে- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স।